শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়ায় মঠবাড়িয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে র্যালী, আলোচনা ও চিত্রাঙ্গন পত্রিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোঃ আলী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, রফিকুল ইসলাম জালাল, প্রকল্প কর্মকর্তা মো. মিলন তালুকদার, ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মজিবর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, সিপিপি টিম লিডার মো. ইকবাল হোসেন, সিপিপি মো. আলমগীর হোসন প্রমুখ।