শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
কামরুল হাসান মুরাদ: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাংলাদেশ সহ মানবজাতির মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫মার্চ) সন্ধার পর উপজেলার কানুদাশ এলাকায় ইসলামি কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বজজুল হক হারুন এম.পি। বিশেষ দোয়া অনুষ্ঠানে রাজাপুর উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এ্যাডঃ খায়রুল আলম সরফরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু সহ অনুষ্ঠানে রাজাপুর কাঠালিয়ার উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক,উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুধীবৃন্দ,সহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন পুটিয়াখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ মোস্তাক বিল্লাহ,। পরে তবারক বিতরণ করা হয়।