শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
’করোনা ভাইরাসে আতঙ্ক নয়, সচেতনতাই কার্যকরী প্রতিরোধক’ এই শ্লোগানকে সামনে রেখে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে পিরোজপুর জেলা পরিষদ। মঙ্গলবার পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে ইন্দুরকানী উপজেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এড:এম মতিউর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মোহাম্মদ আল -মুজাহিদ, ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, সাংবাদিক আলমগীর কবির মান্নু, ও আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সদস্য সিকদার মনিরুজ্জামান, ইন্দুরকানী উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক কাওছার আহমেদ দুলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ বলেন, শীঘ্রই ইন্দুরকানী উপজেলায় দিনমজুর ও নিম্ম আয়ের দুই হাজার পরিবারদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে।