শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সামাজিক দুরত্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইন্দুরকানী উপজেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত দোকান পাটে চলছে আড্ডা ও গণ জমায়েত। মানুষদের ঘরে থাকার জন্য উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল মুজাহিদ দিন রাত প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে মাইকিং সহ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিন্তু জন সাধারণ কিছুতেই মানছেনা ঘরে থাকার আদেশ। তারা আইন শৃঙ্খলা বাহির সাথে এক রকম লুকোচুরি খেলছে জনগন এ যেন নিজেদের পায়ে নিজেরাই কুঠারাঘাত করছে।
সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজার ও ঘোষেরহাট বাজারে বিভিন্ন দোকানে অর্থদন্ড আরোপ করা হয়েছে। ১২ মার্চ রবিবার উপজেলার এ সকল বাজারে সেনা বাহিনির সহযোগীতায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
বিকাল ৫ টার পর দোকান বন্ধ এবং সন্ধ্যা ৬ টার পর জনসাধারনের বাইরে বাহির হওয়াবন্ধ রয়েছে যারা এই আদেশ অমান্যে করবে তাদের গুণতে হবে জরিমানা।
এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন সম্মিলিতভাবেই এ দূর্যোগ মোকাবিলা করতে হবে প্রানঘাতি করোনা ভাইরাসে প্রতিরাধের জন্য সব সময় মাইকিং করে প্রচার প্রচারনা,সেনাবাহিনী টহল, ইন্দুরকানী থানা পুলিশ, মোবাইল টিমের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য চেষ্টা চলছে । সংকটময় সময় যারা নির্দেশ অমান্য করছে তাদের বিরুদ্ধে এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে