শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সোনাগাজী উপজেলার ১২০টি কর্মহীন দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে পারিবারিক উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করলেন- সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্নসাধারণ সম্পাদক ইকবাল হোসাইন।
প্রদত্ত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ ইত্যাদি। যাহা একটি পরিবারের ১ সপ্তাহ খাবারের জন্য যথেষ্ট হবে। এর আগে কয়েকটা মধ্যবিত্ত পরিবারকে তিনি অত্যন্ত গোপনে খাবার ও নগদ অর্থ প্রদান করেছেন বলে জানা গেছে।
যুবদল নেতা ইকবাল হোসাইন রাজনীতির পাশাপাশি একজন সমাজসেবক ও সামাজিক সংগঠক হিসাবেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন, তিনি পূূর্ব চরগনেশ সমাজ পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি এবং কয়েকটি সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
ইকবাল হোসেন বলেন- করোনা সংকটের এই মুহুর্তে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে, এদের মধ্যে রয়েছে কিছু মধ্যবিত্ত পরিবারও, যারা লজ্জায় কারো কাছে হাতপাততে পারছেননা, আমি খুঁজেখুঁজে এসব পরিবার গুলোকেও গোপনে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
তাছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টুর পক্ষ থেকেও যেসব ত্রান সামগ্রী এসেছে তাহা দলমত নির্বিশেষে সুষম বন্টন করেছি।
যুবদল নেতা ইকবাল সমাজের ধনীব্যক্তিদের প্রতি এই কঠিন সময়ে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।