শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে যখন দেশের হাট বাজার দোকানপাঠ সহ সকল প্রকার আয় রোজগারের পথ বন্ধ যখন নিম্ন আয়ের মানুষেরা দিশাহারা খাবারের জন্য হাহাকার ঠিক তখনই অসহায়দের পাশে খাদ্য সহায়তা নিয়ে ছুটে এল সময় অসময় পরিবার।
‘সময় অসময়’ পরিবারের প্রধান সম্পাদক মো. মারুফুল ইসলাম মারুফ এবং সম্পাদক ও প্রকাশক এর আর্থিক সহযোগীতায় উপজেলার বিভিন্ন গ্রামের নিন্ম আয়ের মানুষের ঘরে পৌছেদিল খাদ্য সামগ্রী। (২০-এপ্রিল) সোমবার উপজেলার কিছু অসচ্ছল ও দুস্থ অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেণ। এসময় উপস্থিত ছিলেন, ইন্দুরকানী প্রেসক্লাব সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম, “সময় অসময়” পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাছরুলাহ আল কাফী, জাতীয় পার্টি (জাপা) যুব সংহতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ‘সময় অসময়’ পত্রিকার নির্বাহী সম্পাদক মেহেদী হাসান হাওলাদার, ছাত্র সমাজের উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, মানুষের কল্যাণে প্রতিদিন এর ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি সৌরভ ভক্ত ও ফটো সাংবাদিক জিয়াউল হাসান নয়ন, প্রমুখ। তারা খাদ্য সামগ্রী নিয়ে প্রতিটি পরিবারের ঘরে ছুটে যান। করোনার প্রাদুর্ভাবে মানুষ যখন দিশেহারা, আয় রোজগারের পথ বন্ধ ঠিক তখন না চাইতেই ঘরের দুয়ারে মানবিক সাহায্য পেয়ে আবেগপ্লুত হয়ে ওঠেন অনেক পরিবারের সদস্যরা।।