শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
ইন্দুরকানী প্রতিনিধি:
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে যখন দেশের হাট বাজার দোকানপাঠ সহ সকল প্রকার আয় রোজগারের পথ বন্ধ যখন নিম্ন আয়ের মানুষেরা দিশেহারা ঠিক তখন ইন্দুরকানীতে পিরোজপুর জেলা পুলিশ সুপারের শুভেচ্ছা নিয়ে ধান কাটতে চললো ইন্দুরকানী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ধানকাটা শ্রমিকেরা। ২৪শে এপ্রিল শুক্রবার ইন্দুরকানী খেয়া ঘাট থেকে শ্রমিকদের একটি ট্রলার যোগে বরিশালের উজিরপুর পাঠানো হলো। ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ বলেন সকল শ্রমিকদের নাম ঠিকানা সংগ্রহ করে রেখেছি এবং তাদের ভালো ভাবে কাজ শেষ করে বাড়ি ফিরে আসতে পারেন এই প্রত্যাশা করছি।। এসপি স্যারের নির্দেশে আমরা ধান কাটা শ্রমিকদের সকল প্রকার সহযোগীতা করছি । শ্রমিকরা যাতে র্নিভিন্গে ধানকাটতে যেতে পারে আমরা সে ব্যবস্থা করে তাদের পাঠাচ্ছি।
সারা দেশে লকডাউনের জন্য কৃষক যখন দিশেহারা। দেশের উত্তর অঞ্চলে ধান কাটার মৌসুম শুরু কোথাও কোন লেবার শ্রমিক মিলছেনা ঠিক তখন মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে পুলিশের সহায়তায় বিভিন্ন এলাকা থেকে শ্রমিক পাঠনো হচ্ছে তারই ধারা বাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমিক পাঠানো হলো । পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশনায় ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হাবিবুর রহমান বরিশালের উজিরপুরের সাতলায় ধান কাটার জন্য শ্রমিক প্রেরণ করেন।পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের মাক্স বিতরণ, ও যাত্রা পথে খাবারেরে জন্য মুড়ি গুর সহ বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে দেয়া হয়।