শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
জুলফিকারআমিন সোহে, বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ^র নদে মাছ ধরার সীমানা ভাগাভাগির জের ধরে এলাকার সন্ত্রাসী শাহজাহান ও শফিক এর হয়রানির প্রতিবাদে মনববন্ধন করেছে জেলেরা। রোববার দুপুরে বলেশ^র নদের তীরে তুলাতলা (জানখালী) ঘাট এলাকায় মৎস্য আড়ৎদার জাকির হোসেন হাওলাদারসহ স্থানীয় জেলেদের হয়রানির প্রতিবাদে অর্ধ-শতাধিক জেলে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ফেস্টুন বুকে ঝুলিয়ে এ মনববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন, স্থানীয় আড়ৎদার শফিজ উদ্দিন হাওলাদার, মো. স্বপন তালুকদার, জেলে জাকির হোসেন হাওলাদার, শফিক হাওলাদার, সাইলু হালাদার প্রমূখ।
বক্তারা বলেন, জানখালী গ্রামের মৃত. আঃ লতীফ হাওলাদারের ছেলে শাহজাহান ও তার জামাতা তুষখালী গ্রামের আইয়ূব আলীর ছেলে শফিক বলেশ^র নদে মাছ ধরার সীমানা ভাগাভাগির জের ধরে আড়ৎদার জাকির হাওলাদারসহ জানখালীর তুলাতলা ঘাটের বহু জেলেদের অন্যায়ভাবে মিথ্যা অভিযোগ করে হয়রানি করে আসছে। এ হয়রানি থেকে বাঁচতে তারা প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপ কমানা করেন।