শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
সারা দিন প্রখর রোদের মধ্যে মহাসড়কের পাশে এক ব্যক্তি পড়ে থাকলেও করোনা আতঙ্কে কেউ তাকে উদ্ধারের জন্য কাছে যায়নি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে ছিলেন তিনি।
বিষয়টি স্থানীয়রা মির্জাপুর থানা পুলিশকে খবর দিলেও তারা হাইওয়ে পুলিশকে বলতে বলেন। এভাবেই কেটে যায় ৯-১০ ঘন্টা। অবশেষে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে যুবককে উদ্ধার করেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার পুষ্টকামুরী চরপাড়া এলাকার পথচারী সজিব হোসেন ও কামাল মিয়া জানায়, রবিবার বেলা ১১ টার দিকে মহাসড়ক দিয়ে হেটে আসার সময় তারা যুবকটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে । পরনে প্যান্ট, শার্ট। পাশেই পরেছিল একটি কাল ব্যাগ ও স্যান্টেল। যুবক করোনায় আক্রান্ত হতে পারে এই আতংকে কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। মৃত অবস্থায় পরেছিল। এর কিছুক্ষণ পর ঘটনাটি মির্জাপুর থানাকে জানানো হয়। রাস্তাটি হাইওয়ে মহাসড়ক হওয়ায় থানা পুলিশ বিষয়টি আমলে না নিয়ে হাইওয়ে পুলিশকে বলতে বলেন। মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে সন্ধায় ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. মতিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, লোকটি গাজীপুর এলাকায় গার্মেন্টসসহ বিভিন্ন এলাকায় দিন মজুরীর কাজ করতো। তার নাম মমিনুল হক, পিতার নাম মইজউদ্দিন, গ্রাম সোনার খামার, উপজেলা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম। সে গাজীপুর থেকে হেঁটে ও ভ্যানে গ্রামের বাড়ি যাচ্ছিল। পথি মধ্যে কিছু দুর্বৃত্ত তাকে নেশাজাতীয় কিছু পান করিয়ে অচেতন করে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে রাস্তার পাশে ফেলে দেয় বলে সে জানায়। করোনার আতংকে ভয়ে কেউ তাকে সাহায্যের জন্য কাছে আসেনি। গতকাল সন্ধায় তাকে উদ্ধারের পর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যে কোন দুর্যোগের সময় আমরা পুলিশ বাহিনী জনগণের সেবায় নিয়োজিত। লোকটি রাস্তায় পড়ে রয়েছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সে কোন করোনায় আক্রান্ত ছিল না। পরিস্থিতির শিকার হয়ে রাস্তার পাশে পড়ে ছিল।