শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে করোনা ভাইরাস (কোভিট-১৯) দূর্যোগে ক্ষতিগ্রস্থ ০৩ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য উপকরণ বিতারণ করে রূপাসী বাংলা উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলার এম.ইউ বিদ্যালয়ের মাঠ থেকে এ বিতরণ কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে চারাখালী চৌরাস্তা, ভবানীপুর প্রাইমারী স্কুল মাঠ এবং সাউদখালী বাজার সংলগ্ন এলাকায় ০৩ শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা ও স্বাস্থ্য উপকরণ বিতারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- রূপাসী বাংলা উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, নির্বাহী পরিচালক ও ইন্দুরকানী প্রেস ক্লাব সভাপতি- মোঃ আজাদ হোসেন বাচ্ছু, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, বিআরডিবি চেয়ারম্যান ফরিদ হোসেন, ইন্দুরকানী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম, প্রেস ক্লাব সাবেক সভাপতি সাংবাদিক আহসানুল হক ছগির, সাংবাদিক মো: মনিরুজ্জামান খান, আল আমিন হোসেন, শেখ মারুফুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।