শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
ইন্দুরকানী (পিরোজপুর)প্রতিনিধিঃ
করোনাভাইরাস কোভিড-১৯ আক্রমণে যখন সারাদেশ আর দেশে মানুষ ধরাশায়ী, মানুষের জীবনমান যখন বিপর্যস্ত বেঁচে থাকার লড়াই করেন যাচ্ছেন। ঠিক তখনই পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনির পক্ষ থেকে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪ মে সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিন শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক গাজী, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার আঃ রব গাজী,পত্তাশী ইউনিয়ন আনসার কমান্ডার মাসুদ পারভেজ, বালিপাড়া ইউনিয়ন আনসার কমান্ডার সামসুল হক, সমাজ সেবক রেজাউল করিম গাজী, আলম মল্লিক প্রমুখ।