শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় স্কাউট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু ভান্ডারিয়ার চরখালী ফেরীতে বাসের ধাক্কায় অল্পেরর জন্য রক্ষা পেল অর্ধশত যাত্রীসহ বাস ॥ ৪ টি মোটর সাইকেল নদীতে॥ বাস চালক আটক পিরোজপুরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, বিক্ষোভ-মানববন্ধন কলেজ ছাত্রের আত্মহত্যা কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে কারাদণ্ড পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা রাজাপুরে মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কাউখালীতে অবৈধ ঝাটকা ও পঁচা মাছ বিক্রি! ৪ জেলেকে মোবাইল কোর্ট সাজা প্রদান করেন ভান্ডারিয়ায় ২৫ ও ২৬ এপ্রিল স্পেশালাইজড মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে ভান্ডারিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ঝালকাঠিতে ট্রাক চাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ ঝালকাঠিতে ট্রাক-কার-অটোর সংঘর্ষ, নিহত ১২ বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু ভান্ডারিয়া পৌরসভা পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ক মতবিনিময় সভা নির্বাচনি এলাকার খাজনা মওকুফের ঘোষণা দিলেন মহিউদ্দিন মহারাজ কাউখালীতে কীটনাশক পান করে কৃষকের আত্মহত্যা কাউখালীতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে থাকা একটি পরিবারের ৪ জন সদস্য ভান্ডারিয়ায় পাসপোর্ট নিয়ে ফেরা হলো না ঘরে, সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু বুয়েট নিয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা শাফায়েত হোসেন অভির কিছু কথোপকথন
মাঠে নামছে অস্ট্রেলিয়া!

মাঠে নামছে অস্ট্রেলিয়া!

খেলায় ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জীবনঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গ্যাজেট উদ্ভাবন করেছে দেশটি। সেই প্রযুক্তি সঙ্গে করে প্রাক-মৌসুম অনুশীলন করবেন অজি ক্রিকেটাররা।

আপাতত প্র্যাকটিস সেশন চালু করছে সিএ। এটি চলাকালীন অস্ট্রেলীয় বোর্ডের প্রধান চিকিৎসক জন অৰ্চার্ড এবং ক্রীড়া বিজ্ঞান ও ওষুধ বিশেষজ্ঞ আলেক্স কৌন্টরিস উপস্থিত থাকবেন। শিগগির ক্রিকেট ফিরিয়ে আনতে এ মুহূর্তে বিভিন্ন দেশের বোর্ডের সঙ্গে আলাপা-আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা।

আইসিসি ও অস্ট্রেলিয়া সরকারের বিশেষ কমিটিতেও রয়েছেন অৰ্চার্ড ও কৌন্টরিস। ক্রিকেট মাঠে কী কী অনুশাসন, বিধিনিষেধ মেনে চলতে হবে, তা নিয়ে কাজ করছেন এ দুজন।

ফিল্ডের প্রটোকল হিসেবে আপাতত অনুশীলনে বল চকচকে করতে থুতু কিংবা লালা, ঘাম ব্যবহারে ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সামাজিক দূরত্ব মেনে চলাও বাধ্যতামূলক হচ্ছে।

নিয়মনীতি প্রসঙ্গে কৌন্টরিস বলেন, নেটে সোশ্যাল ডিসট্যান্স মেনে চলতে হবে। একটি নেটে তিনজনের বেশি থাকতে পারবেন না। একধাপে শুধু একজন বোলারই থাকবেন। ব্যাটসম্যান ২২ গজ দূরে থাকবেন। এসব মেনে চললে সমস্যা হবে না। এরই মধ্যে এগুলো নিয়ে ক্রিকেটারদের অবহিত করা হয়েছে। তাদের বারবার বলা হচ্ছে- শারীরিক দূরত্ব বজায় রেখে চলবে।

মূল ক্রিকেট মাঠে অর্থাৎ ম্যাচে আসতে যাওয়া সম্ভাব্য পরিবর্তন নিয়ে তিনি বলেন, উইকেট শিকারের পর আনন্দ-উল্লাস করতে সতীর্থদের সঙ্গে হাই-ফাইভ করতে পারবেন না বোলাররা। তবে দূরত্ব বজায় রেখে হার্ডল করতে পারবেন। তাও যতটা সম্ভব সেটি এড়িয়ে চলতে হবে।

সিএ ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রধান বলেন, বিকল্প পথে উদযাপন করা যায় কিনা, সেই উপায় খুঁজতে হবে। কারণ পুরনো অভ্যাস রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!