শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে ভাণ্ডারিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে -মাহমুদ হোসেন পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
নবীনগরে ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি! সর্বত্র আতংক

নবীনগরে ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি! সর্বত্র আতংক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরের মধ্য পাড়ার একটি বাড়ি ঢুকে মুখোশপড়া দুই অস্ত্রধারী যুবক দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রকাশ্যে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি দুটি ঘরে থাকা টিভিতে বিদ্ধ হওয়ায়, গৃহকর্তা প্রাণে বেঁচে যায়। পরে ঘরের লোকজনের চিৎকারে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ১৫ লাখ টাকা নিতে আবারো আসবেন বলে গৃহকর্তাকে হুমকী দিয়ে গেছে সন্ত্রাসীরা।

এ ঘটনার পর ওই বাড়ির লোকজন চরম আতংকে রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বাড়ির গৃহকর্তা থানায় একটি লিখিত অভযোগ দিয়েছেন। নবীনগর বাজারের ‘মার্সেল এক্সক্লুসিভ’র স্থানীয় ডিলার রফিকুল ইসলামের মধ্যপাড়ার বাসায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ব্যবসায়ী রফিকুল ইসলাম পুরো ঘটনার বর্ণনা দিয়ে কালের কণ্ঠকে বলেন, গত ৯ মে তার মুঠোফোনে নিজেকে ‘ছোটন’ পরিচয় দিয়ে একজন ব্যক্তি বলেন, তিনি (ছোটন) মালয়েশিয়া থেকে বলছেন। নবীনগরের একাধিক বড় বড় আলোচিত সন্ত্রাসী ঘটনা তিনিই ঘটিয়েছেন। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে তিনি অর্থ সংকটে পড়েছেন। এ অবস্থায় তার (ছোটন) দুইজন ক্যাডার আসলে আমি যেন নগদ ১৫ লাখ টাকা ওই দুই ক্যাডারের হাতে দিয়ে দেই। এরপর ঘটনাটি আমি নিকট আত্মীয় ২-১ জনকে জানালে তারা বিষয়টি ‘কেউ মজা করেছে’ বলে আমাকে চুপ থাকতে বলেন।

রফিকুল বলেন, এর মাত্র তিনদিন পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইফতারীর সময় মুখে মাক্স পড়া ২৫-৩০ বছরের দুই যুবক আমাকে এসে বলে, ‘ছোটন ভাই আমাদেরকে পাঠিয়েছেন। ১৫ লাখ টাকা জলদি দেন।’ এসময় আমি আমার কাছে এত টাকা নেই বলতেই দুই যুবক কোমর থেকে পিস্তল বের করে আমার কপালে ঠেক দেয়। এসময় আমার পরিবারের লোকজন চিৎকার দিলে, দুই অস্ত্রধারী যুবক পরপর দুইবার গুলি করে। গুলি দুটি ঘরের টিভিতে গিয়ে লাগে। এরপর তারা নির্বিঘ্নে পালিয়ে যায়।

উপজেলার নরসিংহপুরের বাসিন্দা ব্যবসায়ী রফিকুল বলেন, ‘যাবার আগে অস্ত্রধারী যুবকদ্বয় তাদের ১৫ লাখ টাকা নিতে আবারও আসবেন বলে হুমকী দিয়ে গেছেন। এসব থানা পুলিশকে জানালে, আমাকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে বলে শাসিয়ে গেছে। এ অবস্থায় আমি আমার গোটা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।’

নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, ‘ঘটনা শোনার পরপরই আমি ঘটনাস্থলে যাই। সব আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। সন্ত্রাসীদের ধরতে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।’

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান আজ সকালে কালের কণ্ঠকে বলেন, ‘সন্ত্রাসীদের ধরতে পুলিশ ঘটনার পর থেকেই কাজ করছে। তবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। গৃহকর্তার নিরাপত্তার ব্যবস্থা পুলিশ করবে।’

উল্লেখ্য, প্রায় ৮ মাস আগে উপজেলা সদরের বিজয় পাড়ায় একটি বহুতল ভবনের মালিকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে না পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা মধ্যরাতে ওই বাড়িতে একাধিক গুলি ছোঁড়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana