শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
গাজী আবুল কালাম ইন্দুরকানী প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দ‚র্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের অফিস কক্ষে এ জরুরী সভার আয়োজন করা হয়। সভায় এ তথ্য জানান হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, ঘুর্ণিঝড় থেকে উপজেলার জনসাধারনকে রক্ষায় ১৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে আরো ২০ টি স্কুল ভবন ব্যবহার করা হবে।
বিপদ সংকেত ৭ হওয়া মাত্র মাইকিং করে মানুষজনকে সচেতন করা হবে। এর পর পর আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হবে।
বৃদ্ধ শিশু মহিলাদের বিশেষ ব্যবস্থা থাকবে। সবাইকে সচেতন থাকতে অনুরোধ করেন তিনি।
ভারতের সংবাদ মাধ্যম জি নিউজ তাদের এক সংবাদে জানান, বুধবার বিকেল বা সন্ধ্যা নাগাদ স্থলভাগে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের প‚র্বাভাস, অতি শক্তিশালী ঘ‚র্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে আমফান। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বা তারচেয়ে বেশি। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী এলাকায় ঘ‚র্ণিঝড় আছড়ে পড়াার আশঙ্কা রয়েছে।উপক‚লীয় জেলা সাতক্ষিরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষিপুর, চাদপুর, নোয়াখালী, ফেনি, চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদসংকেত এর আওতায় থাকবে।