মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান উদ্যেগে কর্মহীন পত্রিকার হকারদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সমিতির কার্যলয়ে কর্মহীন ৬ হকারের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, রিপোর্টর্স ক্লাবের সহ সভাপতি জুলফিকার আমীন সোহেল, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, শাসুদ্দোহা প্রিন্স, মোস্তফা কামাল বুলেট, মনির আকন, মঠবাড়িয়া দলিল লেখক সমিতির সভাপতি মো. ওলিউল হাসান নাসির, সহ-সভাপতি বাবুল হায়দার, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান।
মঠবাড়িয়া দলীল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে বিভিন্ন মানুষের পাশাপাশি পত্রিকার হকারেরা কর্মহীন হয়ে পরেছে। তাই সমিতির পক্ষথেকে সামান্য অর্থ বিতরণ করা হয়েছে।