শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে ভাণ্ডারিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে -মাহমুদ হোসেন পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
যাত্রী সমাগমে কর্মচঞ্চল হয়ে উঠেছে পিরোজপুরের লঞ্চ টার্মিনালগুলো

যাত্রী সমাগমে কর্মচঞ্চল হয়ে উঠেছে পিরোজপুরের লঞ্চ টার্মিনালগুলো

দীর্ঘ ২ মাস ৭দিন পর আজ রোববার থেকে যাত্রী সমাগমে কর্মচঞ্চল হয়ে উঠেছে পিরোজপুরের লঞ্চ টার্মিনাল। রোববার পিরোজপুরের ভাণ্ডারিয়া লঞ্চ ঘাট থেকে মর্নিংসান-৯ এবং পারাবাত-১৪ নামের দুটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকা উদ্দ্যেশে ঘাট ছেড়েছে। দুপুর আড়াইটা এবং পৌঁনে তিনটায় পৃথক ভাবে ঘাট ছাড়ে লঞ্চ দুটি। এছাড়া উপজেলার, হুলাহাট কাউখালী ও স্বরুপকাঠী লঞ্চঘাটেও যাত্রী সমাগম দেখা গোছে। ‌ করোনা এড়াতে টিকেট কাউন্টারগুলোতে সামাজিক দূরত্ব রক্ষা করে টিকেট বিক্রি হলেও লঞ্চে স্বাস্থ্যবিধি রক্ষা করা যাবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যদিও স্বাস্থ্য বিধির উপর গুরুত্বারোপ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।   সরেজমিনে ভান্ডারিয়া লঞ্চঘাটে দেখা যায় ঘাট কর্তৃপক্ষ যাত্রীরা লঞ্চে প্রবেশের পূর্বে যাত্রীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘাট টিকেট দেয়া হয় এবং যাত্রীরা লঞ্চে সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের স্ব স্ব নির্ধারিত সিটে বসার পূর্বে সেখানে বিশুদ্ধকরণ ওষুধ স্প্রে ছিটানো হয়। ডেকে থাকা যাত্রীদের নিজে থেকেই সতর্কতা লক্ষ্য করা গেছে। এসময় সামাজিক দুরত্ব বজায় রাখা ,মুখে মাক্স ব্যবহার করতে দেখাযায়। যাত্রীরা জানান,দীর্ঘদিন পর নৌ পথে ঢাকায় কর্মস্থলে ফিরছেন ভাড়া ২/১শ টাকা বেশি নিলেও যেতে পারছেন এটাই বড় কথা। এদিকে দীর্ঘ ৬৭দিন দুটি লঞ্চ ভাণ্ডারিয়া ঘাটে নোঙ্গর করে থাকা লঞ্চ স্টাফদের শুধু নিত্য দিনের কোলাহল ছাড়া – থাকা ,খাওয়া, বেতন নিয়ে কোন অসুবিধা হয়নি তাদের। তবে ঘাট ইজারাদার এবং সেখানে কর্মরত ২৫জন শ্রমিকের বহু ক্ষতি হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। পারাবাত -১৪ লঞ্চের সুপারভাইজার আবুল বসার জানান, তাদের লঞ্চে সব মিলিয়ে ৪০জন স্টাফ রয়েছে। এই দীর্ঘ সময়ের তাদের নিয়মিত যে সুযোগ সুবিধা লঞ্চ মালিক বহন করত তা এ বন্ধেও করেছে।  ঢাকা ভাণ্ডারিয়া যাওয়া আসায় তাদের প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হয় যে যাত্রী তাতে তা সঙ্কুলন হবেনা বলে জানান। তিনি আরো জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ডেকে সাধারণ যাত্রীদের ৩০০টাকা ভাড়া এবং ২৩টাকা ভ্যাট,ট্যাক্স মিলিয়ে ৩২৩টাকা নেয়া হচ্ছে। এবং কেবিন সিংগেল ১২০০ ও ডবল ২৪০০শ টাকা।
এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে আজ যেহেতু নৌ,সড়ক পথে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হয়েছে সে জন্য আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভাণ্ডারিয়া থানা পুলিশের পক্ষ থেকে পুলিশের তদারকি ও ছিল চোখে পড়ারমত। এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, বাসটার্মিনাল,লঞ্চ ঘাটে যাত্রীদের মধ্যে সরকারি নির্দেশনা মোতাবেক সচেতনতা বৃদ্ধির জন্য পুলিশ সদস্যরা কাজ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লঞ্চ,বাস মালিক সমিতিকে সরকারি নির্দেশনা জানানো হয়েছে। এখন আমরা এটা তদারকি করব যে তারা সে নিয়ন মানে কিনা। যদি কেউ না মানে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana