মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদে কার্যালয়ে এ সভায় করোনা ভাইরাস মোকাবিলা ও ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্থ মন্দির বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ কর্মকার, উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি পরিতোষ বেপারী, সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, সহ-সভাপতি রতন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রনব রায়, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেবনাথ, অর্থ সম্পাদক বাসুদেব পাল, মহিলা বিষয় সম্পাদক অঞ্জলী রানী হালদার, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শিবাজী মজুমদার শিবু, সহ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সঞ্জয় কর্মকার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উত্তম কর্মকার প্রমূখ।