শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
জুলফিকার আমিন সোহেলশ,বিশেষ প্রতিনিধি : বিএনপি‘র প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপি‘র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২ জুন মঙ্গলবার সকালে মঠবাড়িয়া সরকারি কলেজ মাঠে পিরোজপুর-৩ আসনের (মঠবাড়িয়া) বিএনপি মনোনয়ন প্রত্যাশী রুহুল আমীন দুলাল প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপজেলা বিএনপি‘র ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাবুল‘র সভাপতিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি‘র বিশেষ সম্পাদক কেএম হুমায়ূন কবির, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক বাদল।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি‘র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন ফারুক, পৌর বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মো. মাসুম বিল্লাহ, পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর হায়দার, উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন হাসান রোমেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মজিবর রহমান, মো. রিপন মুন্সী, ছাত্রদল নেতা হাবিবুর রহমান, আলামীন নাজাত, নূরনবী, কাওসার প্রমুখ।
পিরোজপুর-৩ আসনের (মঠবাড়িয়া) বিএনপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি‘র মো. রুহুল আমীন দুলাল বলেন, বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি‘র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে করোনা পরিস্থিতিতে উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভায় কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে।