শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিককে বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া উপজেলা শাখার পক্ষথেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদে কার্যালয়ে সংবর্ধনা শেষে ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া উপজেলা শাখার সংগঠনের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া উপজেলা শাখার আহবায়ক আশুতোষ পাইক, সদস্য সচিব ও জাতীয় হিন্দু মহাজোটের আহবায়ক শ্যমল মিত্র, অর্থ সম্পাদক স্বপন হাওলাদার, সদস্য ও জাতীয় হিন্দু মহাজোটের সদস্য সচিব সঞ্জিব সমাদ্দার লিটন, সদস্য যুগল অধিকারি, নমিতা রানী বিশ^াস, বাবুল হালদার, ননী বিশ^াস, দেবাশীষ চৌধূরী, প্রদীপ পাইক, অসীম সমাদ্দার, আশীষ বিশ^াস, বাজার জুয়েলারী সমিতির সভাপতি রতন কর্মকার প্রমূখ।