শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
গাজী আবুল কালাম ,ইন্দুরকানী (পিরোজপুর)প্রতিনিধি
ইন্দুরকানীতে করোনা ভাইরাস (কোভিট-১৯) দূর্যোগে ক্ষতিগ্রস্থ ২৫০(সিবিএ) সদস্য দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও স¦াস্থ্য উপকরণ বিতারণ করেন অক্সফার্ম এর সহযোগীতায় বেসরকারী উন্নয় সংস্থা ডাকদিয়ে যাই রিকল ২০২১প্রকল্প। ০৭ মার্চ রবিবার সকাল ১১ টায় ইন্দুরকানী উপজেলা পরিষদের সামনে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসইন মুহাম্মাদ আল মুজাহীদ।এসময় উপস্থিত ছিলেন রিকল ২০২১ প্রকল্প সমন্নয়কারী আমিনুল ইসলাম, প্রকল্প ফোকাল অফিসার উজ্জল কুর্মা ও উপজেলায় কর্মরত রিকল কর্মকর্তা বৃন্দ। অস্কফামের পক্ষো থেকে জন প্রতি দশ কেজি চাল এক কেজি ডাল এক কেজি তেল, সাবান হ্যান্ড স্যানিটারাইজ ও স্যানিটারি ন্যাপকিন বিতরন করা হয়েছে।
ইন্দুরকানী উপজেলা মাঠ থেকে বিতরন শুরু করে উপজেলার পাড়ের হাট ও বালিপাড়ায় সিবিএসদস্যদের মাঝে এ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।