শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি
ইন্দুরকানী উপজেলার ঘোষের হাট বাজারে জমতে শুরু করেছে কোরবানীর পশুর হাট । ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বেশ কয়েকটি হাট বসে এর মধ্যে অন্যতম ঘোষের হাট বাজার । বাজার কমিটির সভাপতি ইকরামুল শিকদার বলেন আমাদের এখানে প্রতি বছর প্রচুর কোরবাণির পশু বেচা কেনা হয় । এখানে রয়েছে ক্রেতা বিক্রেতার পর্যপ্ত নিরাপত্তা। মহামারি করোনার জন্য বিশেষ ভাবে সামাজিক দুরত্ব বজায় রেখেই এবছর আমাদের বাজার বসবে বলে তিনি জানান।ইকরামুল শিকদার বলেন এখানে সাশ্রয়ী মুল্যে গরু ছাগল , বিক্রয় হয়। ব্যাবসায়ীদের জন্য থাকা ও খাবারের ব্যাবস্থা রয়েছে । আশাকরি গতবছরের মত এবারেও আমরা ক্রেতা বিক্রেতারদের পর্যাপ্ত সুবিধা দিতে পারব। ১১ জুলাই শনিবার থেকে এখানে গরু ছাগল বিক্রয় শুরু হবে। উপজেলার এই বাজারের যোগা যোগ ব্যাবস্থা অন্য বারের চেয়ে অনেক ভাল দেশের যেকোন স্থান থেকে ট্রাকে, বা পিকাপে আসা যায় এমনকি ট্রলার যোগেও এখানে আসতে পারে গরু ছাগল নিয়ে । গতবছর আমাদের এখানে প্রচুর পশু বিক্রয় হয়েছে। আশাকরি এবছরও এর ব্যতিক্রম হবেনা।বলে বাজার কমিটির সভাপতি ইকরামুল শিকদার জানান।