শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
গতকাল শনিবার বিকালে আখাউড়া স্হলবন্দর
পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ব বিষয়ক মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
তিনি ভারত প্রত্যাগতদের চলমান স্বাস্থ্য পরীক্ষা ব্যাবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং কর্তব্যরতদের নিকট থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে অবহিত হন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা,উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী প্রমুখ।
আখাউড়া স্থলবন্দর পরিদর্শনের সময় মুক্তিযুদ্ব বিষয়ক মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ স্বাস্থ্য পরীক্ষায় কর্মরতদের সাথে কথা বলেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে বিভিন্ন খোঁজ খবর নেন।তিনি ভারত থেকে আগত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে পরামর্শ দেন। পরে মুক্তিযুদ্ব বিষয়ক মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ বিজয়নগর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পরিদর্শন করেন।