শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
বিজয়নগর ইউএনও জনাব কে.এম. ইয়াসির আরাফাত কর্তৃক বন্যাদার্গতদের মাঝে খাদ্যসহায়তা বিতরন করা হয়েছে।
তিনি আজ বিজয়নগরের চরইসলামপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮ টি পরিবারকে মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব র.অা.ম. উবাইদুল মোকতাদির চৌধুরী স্যারের নির্দেশনায় জেলা প্রশাসন, ব্রাক্ষণবাড়িয়া ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্যসহায়তা বিতরণ করেন ও বন্যা পরিস্হিতি সরেজমিনে পরিদর্শন করেন।
পরে বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অাশ্রয় নেয়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের খোজখবর নেন এবং তাদের দুঃখ-কষ্ট ও অভাব -অভিযোগের কথা শুনেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন কে দৃঢ়তার সাথে বন্যা মোকাবেলা করার জন্য আহবান জানান।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের বন্যাদূর্গত মানুষের পাশে এসে দাড়াতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন এবং তাদের জন্য খাদ্যসামগ্রী ও নিরাপদ আশ্রয়ের জন্য আমাদেরকে নিরলসভাবে কাজ করে যেতে বলা হয়েছে।
তারই অংশ হিসেবে আজ কিছু বন্যার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এ অবস্থা চলমান থাকবে।
এসময় উপজেলা অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, চরইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।