শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
সরাইল-অরুয়াইল সড়কের বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইয়া।
সোমবার (৩ আগস্ট) সকালে তিনি সরাইলের চুন্টা ও লোপাড়া এলাকায় সড়কটির বন্যায় ক্ষতিগ্রস্থ অংশ সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় উকিল আব্দুস্ সাত্তার এমপি সড়কটির ক্ষয়ক্ষতির পরিমান পর্যবেক্ষণ করেন এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন।
তিনি তাৎক্ষণিকভাবে সড়কের বন্যায় ক্ষতিগ্রস্থ অংশের দ্রুত মেরামত করতে এলজিইডির প্রধান প্রকৌশলীর সাথে কথা বলেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, এমপি পূত্র মাইনুল হাসান তুষার, চুন্টা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম, অরুয়াইল ইউনিয়ন যুবদলে সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন ও পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানবির প্রমুখ।
উল্লেখ্র বিগত ২০১০ সালে হাওরবেষ্টিত অরূয়াইল,পাকশিমুল ও চুন্টা ইউনিয়নের দীর্ঘদিনের স্বপ্নের সরাইল-অরূয়াইল সড়কটি নির্মিত হয়েছে। সরাইল হাসপতালের মোড় থেকে সড়কটির দৈর্ঘ্য ১৪ কিলোমিটারেরও বেশি। নির্মাণের পর একাধিকবার সংস্কার কাজও হয়েছে। এসব সংস্কার কাজে নানা অনিয়মের অভিযোগও রয়েছে।
সর্বশেষ সড়কটির ১২ কিলোমিটার জায়গায় ১১ কোটি ৩৫ লাখ টাকা খরচ করে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছিল। এ কাজেও ছিল অনিয়মের অভিযোগ। নানা প্রতিবন্ধকতার মধ্যেও গত জুনে তড়িগড়ি করে ঠিকাদাররা তাদের অধিকাংশ বিলই উত্তোলন করে নিয়ে গেছেন।
সংস্কার কাজে অনিয়মের কারণে, চলতি বর্ষা মৌসুমে চুন্টা ও লোপাড়া এলাকায় সড়কটির কিছু অংশ পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া বন্যায় ভূঁইশ্বর বাজার থেকে কালিশিমুল পর্যন্ত এক দেড় কিলোমিটার সড়কের উপর প্রায় এক ফুট পানি প্রবাহিত হয়েছে। সড়কের উপরে পানির স্রোতের কারণে সড়কের এ অংশটি প্রায় হাওরে বিলীন হয়ে গিয়েছে। বর্তমানে নদীর পানি কমতে শুরু করেছে। এ অবস্থায় সড়কটির দ্রুত মেরামত জরুরী হয়ে পড়েছে।