ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
আশুগঞ্জে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি সংক্ষিপ্ত আকারে পালন করা হয়েছে।

কর্মসূচি অনুযায়ী ১৫ আগস্ট শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সারাদেশের ন্যায় উপজেলার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল সাড়ে ৮টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্ংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দারের সার্বিক ব্যবস্থাপনায় পুষ্পস্তবক অর্পনে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা প্রমুখ। পরে সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলার মসজিদে মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়ার ব্যবস্থা করা হয়। পাশাপশি বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ ও ১৩ আগস্ট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভার্চুয়াল পদ্ধতিতে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর উপর কবিতা রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।