শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
বিজয়নগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বিকাল ৪টায় উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা, পুরস্কার ও ঋন প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (এমপি) ব্রাহ্মণবাড়িয়া-০৩ ও সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নাছিমা মুকাই অালী, সহকারী কমিশনার(ভূমি) মো মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যানগণ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা অাওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, অাওয়ামী লীগের অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,৭৫ এর ১৫ অাগস্ট ঘাতকেরা বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে ব্যক্তি বা পরিবারকে শুধুই নয় একটি অাদর্শকে হত্যা করতে চেয়েছিল। তবে তারা সফল হতে পারেনি যা অাজকে প্রমাণিত সত্য।
পরে প্রধান অতিথি ৪৯ জন হতদরিদ্র ও রোগাক্রান্ত মানুষকে সমাজসেবা অধিদপ্তরের ৫০০০০ টাকার সরকারী অনুদান,০৬ জন যুব উদ্যোক্তাকে যুব উন্নয়ন অধিদপ্তরের যুবঋণ বিতরণ,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৪জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার প্রদান করেন।
এতে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা নির্বাহি অফিসার কে,এম,ইয়াসির আরাফাত।