শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
‘স্যার’ না সম্বোধন না করায় ক্ষুব্ধ হওয়া পটুয়াখালীর সেই সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম অবশেষে সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে দৈনিক মানবজমিন পত্রিকার বাউফল প্রতিনিধি তোফাজ্জেল হোসেনের মুঠোফোনে কল দিয়ে ক্ষমা চান ওই সিভিল সার্জন। এ সময়ে সিভিল সার্জন ওই প্রতিনিধিকে ভাইজান সম্বোধন করে বলেন, আমি না হয় ভুল করেছি, তাই বলে আমাকে শিক্ষা দিয়ে দিলেন। ওই সময়ে আমার মন মেজাজ ভাল ছিল না। তাই কি বলতে কি বলে ফেলেছি জানি না। আপনি আমাকে ক্ষমা করে দিন। ওই ঘটনার জন্য আমি দুঃখিত।
উল্লেখ্য, গত শনিবার বাউফলে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে আসেন পটুয়াখালীর জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। এ বিষয়ে তথ্য নেয়ার জন্য ওই দিন দুপুরে দৈনিক মানবজমিন-এর বাউফল প্রতিনিধি তোফাজ্জেল হোসেন জেলা সিভিল সার্জনের মোবাইল ফোনে কল দিয়ে তাকে ভাই বলে সম্বোধন করায় ক্ষুব্ধ হয়ে ‘স্যার’ সম্বোধন করতে বলেন তিনি।।