শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতা শুভ শীলের ওপর নৃশংস হামলা ও কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলা আ‘লীগ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে। একই সাথে রাজনৈতিক ইস্যুতে মিথ্যা আসামী প্রত্যাহারের দাবী জানান।
উপজেলা আ‘লীগ কার্যালয় লিখিত বক্তব্যে আ‘লীগ সভাপতি ও পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস বলেন, ছাত্রলীগ নেতা শুভ শীলের ওপর নৃশংস হামলা ও কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করা কোন রাজনৈতিক বিষয় নয়। প্রতিপক্ষের সাথে মোবাইল ফোন ও পূর্ব বিরোধে এঘটনা ঘটে। সন্ত্রাসী কোন রাজনৈতিক দলের বা ব্যক্তির নয়। তাদের পরিচয় শুধুই সন্ত্রসী। শুভ শীলের ওপর নৃশংস হামলায় আ‘লীগ মর্মাহত। শুভ শীলের ওপর নৃশংস হামলায় ঘটনায় মামলার বাদি তার পরিবারের কেউ নয়। মামলায় প্রকৃত আসামীদের পাশাপাশি রাজনৈতিক হীনস্বার্থে আনেক নামিয় ও অজ্ঞাত আসামী করা হয়েছে। এ উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় উপজেলা আ‘লীগকে নতুন করে সাংগঠনিক ভাবে প্রশ্নবিদ্ধ ও হয়রানী করা হচ্ছে।
পৌর শহরসহ উপজেলা ব্যাপী কিশোর গ্যাংয়ের দৌরত্ব্য বেড়ে যাবার কারনে দিন-দিন সহিংসতাসহ বিভিন্ন অপকর্ম বৃদ্ধি পাচ্ছে বলে গভীর ক্ষোভ প্রকাশ করে তাদেরকে রোধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আ‘লীগ সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি ফারুক উজ জামান, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত, হারুণ আর রশিদ প্রমুখ।