শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার সকালে লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ এ-৩ এর উদ্যোগে নাসিরনগর উপজেলার গোর্কণ গ্রামে বন্যার্ত তিনশত অসহায় ও দরিদ্রদের মাঝে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
নাসিরনগরের গোর্কণ কাজী বাড়ি চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের জেলা গর্ভনর লায়ন অ্যাডভোকেট সেলিনা রৌশন। এসব এাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল,১ কেজি ডাল, ২ কেজি আলু,১ কেজি পেঁয়াজ,দেড় লিটার তেল ও ১ প্যাকেট লবন।
উক্ত ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের জেলা ভাইস গর্ভনর লায়ন এস কে কামরুল,দ্বিতীয় ভাইস গর্ভনর লায়ন নুরুল আলম,ক্যামব্রিয়ান স্কুল এ- কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এস কে বাসার,সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ,উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাহ উদ্দিন মুকুল,গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চবিদ্যালয়ের সাবেক ম্যানিজিং কমিটির সভাপতি সৈয়দ মোঃ শাহিন সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের জেলা গর্ভনর লায়ন অ্যাডভোকেট সেলিনা রৌশন জানান,লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দান জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরীব মানষের বিনামূল্যে চোখের চিকিৎসা,শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ করে যাচ্ছে। তাদের এ কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
উক্ত ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মোঃ শরীফ।