শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে
গোকর্ণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় বৃক্ষ রোপন ও অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে
এ উপলক্ষ্যে লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ-৩ এর জেলা গর্ভনর লায়ন অ্যাডভোকেট সেলিনা রৌশন ও তাঁর ডিজি টিমের গোকর্ণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় আগমন উপলক্ষে এক বিশেষ সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের জেলা গর্ভনর লায়ন অ্যাডভোকেট সেলিনা রৌশন।
বিশেষ অতিথি ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের জেলা ভাইস গর্ভনর লায়ন এস কে কামরুল,দ্বিতীয় ভাইস গর্ভনর লায়ন নুরুল আলম,কেমব্রিয়ান স্কুল এ- কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এস কে বাসার সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ,গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চবিদ্যালয়ের সাবেক ম্যানিজিং কমিটির সভাপতি সৈয়দ মোঃ শাহিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মাওলানা নাছিরউদ্দিন জাফরী ও সিনিয়র শিক্ষক মাওলানা রায়হান আহমেদ শরীফী।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য,শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে গোকর্ণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ দেড় লাখ টাকা প্রদান করা হয়েছে। পরে লায়নস ক্লাব অব ঢাকা নর্দান ৩১৫ এ ৩ পক্ষ থেকে মাদ্রাসা চত্বরে গাছের চারা রোপন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির নব নিবার্চিত সভাপতি আলহাজ লায়ন সৈয়দ মোঃ শরীফ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সম্পাদক হাফিজুর রহমান খান শিবলী।