শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
বিজয়নগরের ইউএনও’র কে,এম,ইয়াসির আরাফাত উপজেলার বিভিন্ন নির্মাণাধীন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন।
তিনি সোমবার বিকেল ৪টায় বিজয়নগর উপজেলায় পত্তন ইউনিয়ন, এ অবস্হিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক, ও লক্ষীমূড়া স্কুলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত শিক্ষা ভবন ও দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর কর্তৃক নির্মিত বন্যা অাশ্রয় কেন্দ্র কাম বিদ্যালয় ভবন উন্নয়নপ্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং প্রকল্পের কাজ সঠিক ও সিডিউল মোতাবেক হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট সকলকে উন্নয়নপ্রকল্পের কাজের গুণগত মান সঠিক রেখে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারুপ করেন এবং প্রয়োজনীয় বিভিন্ন
দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় তার সঙ্গে সহকারী কমিশনার ভূমি জনাব মো মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী জনাব মো অানিসুর রহমান,লক্ষীমূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।