শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
জহির সিকদার, রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মাঝ সড়কের বিদ্যুতের খুটি সরানো হয়েছে। আর তার তদারকিতে ছিলেন স্বয়ং পৌরমেয়র। তিনি নিজে বৃষ্টি উপেক্ষা করে দাড়িয়ে থেকে মাঝ সড়কের বিদ্যুতের খুটি সরানো কাজের তদারকি করলেন। ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর পৌর সদরের ছালাম রোডের জনবহুল এ সড়কে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিদ্যুতের খুটি সরিয়ে সড়কটি প্রস্বস্ত করনের কাজটি বৃষ্টির পানি উপেক্ষা করে নিজে দাড়িয়ে থেকে তদারকি করলেন নবীনগর পৌরসভার মেয়র এড.শিব শংকর দাস। গত শুক্রবার ও শনিবার টানা দু’দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি খুটিঁ সরানোর কাজ তদারকি করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্যস্ততম রাস্তা ছালাম রোডের পুর্ব পাশের অনেকটা রাস্তার মাঝে(৪/৫ ফুট ভিতরে) থাকা বিদ্যুৎতের ২ টি খুটি বিনাখরচে মেয়র মহোদয়ের একান্ত প্রচেষ্টায় ও পরিশ্রমের ফলে অবশেষে সরানো হয়েছে এবং পশ্চিম পাসে সাব রেজিষ্টার অফিসের ভেতরের দেয়াল ঘেষে বসানো হয়েছে এই দুটি খুটি। খুটি গুলি রাস্তার ভিতরে থাকায় নবীনগর বাজারের সবচেয়ে ব্যস্ততম রাস্তা ছালাম রোডে প্রতিদিন যানজট লেগে থাকত। মেয়র মহোদয় নির্বাচিত হওয়ার পরপরই সদর ভুমি অফিসের সামনের ২টি খুটি ও লঞ্চঘাট মেইন রোডে ২টি খুটি সরিয়ে রাস্তা সম্প্রসারিত করেন।
জানা যায়, নবীনগর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজি এম ও ব্রাহ্মণনবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জি এম সাহেবের সার্বিক সহযোগীতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে খুটিসহ সম্পুর্ন লাইন রাস্তার মাঝ থেকে সরিয়ে নিয়ে গিয়ে রাস্তাটি সম্প্রসারিত করে জনসাধারন ও যানবাহন চলাচলের সুবিধা করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস বলেন, নবীনগর সদর বাজারের রাস্তা এমনিতেই ছোট,তার উপর এই বিদ্যুতের খুটি গুলি রাস্তাটিকে আরো ছোট করে রেখেছিল। জনসাধারনের সুবিধার কথা চিন্তা করে এই খুটি গুলি সরানো হয়েছে এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে খুটিঁ সরিয়ে রাস্তা প্রশস্ত করা হয়েছে। এতে করে অত্র এলাকার লোকজন তার সুফল ভোগ করতে পারবে।
এদিকে সাপ্তাহ ব্যাপী বৈরী আবহাওয়ার মাঝে ও বৃষ্টির মধ্যে সকাল থেকে একটানা কাজ শেষ না হওয়া পর্যন্ত নিজে উপস্থিত থেকে সার্বক্ষনিক কাজের তদারকি করার জন্য নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাসের ভূয়সী প্রশংসা করেছেন নবীনগর সদর বাজারের ব্যবসায়ী ও এলাকার জনসাধারণ ।