শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:
সিলেটসহ সারাদেশে ধর্ষনের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাঠালিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সামাজিক সংগঠন দুরন্ত ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির সদস্যরা চোখে কালো পতাকা ও ধর্ষনের প্রতিবাদমুলক নানান প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানায় এবং ধর্ষনের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন সাদিয়া জাহান মনি, সোয়েবুজ্জামান তিতাস, তাসনিম আহম্মেদ তূর্জ প্রমুখ।