শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কার্য্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা-৩১২ সংসদীয় মহিলা আসনের সংরক্ষিত নারী আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকদের অবাধ নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের স্বাধীনতা দিয়েছে।
তিনি আজ শনিবার ০৩অক্টোবর আশুগঞ্জ উপজেলার শরীয়ত নগরে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর নতুন কার্য্যালয় উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে পুরোপুরি ভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে পাশাপাশি তিনি সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অবাধ স্বাধীনতা ও অধিকার দিয়েছে। যা দেশের অবদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরো বলেন হলুদ সাংবাদিকতা সাংবাদিক পেশাকে কলুষিত করে। এ ব্যাপারে তিনি সবাইকে সজাগ দৃষ্টি রাখার প্রতি গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাভেদ মাহমুদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি বাবুল শিকদার, এনামুল হক,আলমগীর কবির বাদল সাদির,মাহবুব আলম,সালাউদ্দিন সোহেল প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু।
সভা শেষে মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।
জহির সিকদার
ভিডিও জহির সিকদারবিস্তারিত আসছে
Gepostet von বাদল বেপারী am Samstag, 3. Oktober 2020