রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারী হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মো. এবাদুল করিম বুলবুল।
নবীনগর সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনটি ঝুকিপূর্ণ হয়ে যাওয়ার কারনে ওই ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে। ঐ স্থানে ৫০ শয্যাবিশিষ্ট ৪তলা নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯৭ লক্ষ টাকা।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এইচইডির অর্থায়নে প্রাইম ইন্টার ন্যাশনাল ঠিকাদারী প্রতিষ্ঠান আগামী ১৮ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে।
উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,
নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস,নবীনগর উপজেলা চেয়ারম্যান
মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
হাবিবুর রহমান, ডাক্তার আহম্মেদ হোসেন ফুল মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান
জাকির হোসেন সাদেকসহ আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীরা। উদ্বোধন শেষে
এবাদুল করিম বুলবুল স্থানীয় সাংবাদিকদের সাথে নবীনগরের উন্নয়ন, মাদক,
নবীনগর সদরে যানজট, নবীনগর-সলিমগঞ্জ সড়কের বেহালদশা সহ বিভিন্ন
সমস্যা নিয়ে কথা বলেন।