শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুর জেলা পুলিশ সুপার জনাব, হায়াতুল ইসলাম খানের নির্দেশক্রমে ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত পালতক আসামীসহ ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
৬অেক্টোবর মঙ্গলবার ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হুমাউন কবিরের নেতৃত্বে সংগিয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।লাহুরি গ্রামের মৃত্যু জবেদ আলী সেখের ছেলে,০৫ বছর ০৩ মাস সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী আঃ হালিম শেখকে আটক করা হয়েছে।তার মামলা জিআর নং ১৭/১৩ ইন্দুরকানী থানা।অন্য অন্য মামলায় ৫টি জিআর ও ২টি সিআর মামলায় সর্ব মোট আট জন আসামীকে গ্রেফতার করেছেন।পরে তাদের পিরোজপুর আদালতে পাঠান হয়।