শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের
প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। প্রতিদিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।
ধর্ষকদের বিচারের দাবিতে বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ায় শত-শত শিক্ষার্থীদের অংশগ্রহনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘সচেতন ছাত্র সমাজ’ এর ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে নানা শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করে।
কলেজ শিক্ষার্থী নওশাদ জামিল নওশান ও মাহমুদা চৌধুরী পলির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক ও সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক উজ্জল চক্রবর্তী ও শাহাদাৎ হোসেন, জেলা ছাত্রমৈত্রী নেতা মুহয়ী শারদ, অভিভাবক মাইনুল হক চৌধুরী, সাধারণ ছাত্র আমিনুল জুয়েল, কাজী খালিদ মাহমুদ প্রমুখ।
শিক্ষার্থীদের মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেন।
এ সময় মোকতাদির চৌধুরী এমপি দেশের প্রচলিত আইনে ধর্ষক-নির্যাতনকারীদের কঠোর বিচারের দাবিতে সোচ্চার থাকবেন বলে ও ঘোষণা দেন এবং তাদের সাথে সম্পৃক্ততা প্রকাশ করেন।