শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের করণীয় নির্ধারণে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরকি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়ার কবির, সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
অনুঠানে স্বাগত বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। সভায় আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে দলের জন্য প্রত্যেকটি নেতাকর্মীকে নি:স্বার্থভাবে কাজ করার আহবান জানানো হয়। সভায় জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মুসলিম মিয়া।