শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গৌরীপুর পৌর শহরের কালীপুরে তার বাসা। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে গৌরীপুর পৌর শহরের পান মহল এলাকায় তার চেম্বারের সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলাকারীরা শুভ্রসহ আরো দুজনকে কুপিয়ে জখম করে। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ ঘটনায় গৌরীপুর পৌর শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।