শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ভাইদের সঙ্গে বাবার বাড়িতে থাকছিলেন ৩৬ বছর বয়সী এক নারী। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই নারী। ভারতের ভোপালের মিসরোপ স্টেশনে অভিযোগে ওই নারী জানান, আট মাস আগে নিজের দুই ভাই তাকে ধর্ষণ করেছে। ঘটনা জানতে পেরে মা-বাবা তাকেই পিটিয়েছে এবং চুপ থাকতে বলেছে। সে কারণে এতোদিন মুখ খুলতে পারেননি ওই নারী। নারীর অভিযোগ পেয়ে গণধর্ষণের মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এমনকি ওই নারীর বাবা-মায়ের বিরুদ্ধেও অপরাধে জড়ানোর মামলা হয়েছে। পুলিশ বলছে, ওই নারীর প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। দ্বিতীয় স্বামীর সঙ্গেও বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। তবে এই বিচ্ছেদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত।