শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
বিএনপির সংসদীয় নারী আসনের এমপি ব্যারিষ্টার রুবিন ফারহানা বলেছেন, দেশ ও জাতি গঠনে অলি আহাদের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আজ তার বাবা ভাষা সৈনিক মরহুম অলি
আহমদের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ কথা বলেন।
মরহুম ভাষা সৈনিক অলি আহাদ স্মৃতি সংসদ শাহবাজপুর (১) এর উদ্যোগে বিকেলে এ উপলক্ষে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, শাহবাজপুর বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান রঞ্জন, ঠিকাদার সফিকুল ইসলাম সেলু,ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুন্সি আমান মিয়া,কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির আহবায়ক ফারুক হোসেন, সদস্যসচিব মামুন মিয়া ।
বক্তারা বলেন, ভাযা সৈনিক অলি আহাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন মহামানুষকে হারাল। যা দেশকে অপূরনীয় ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। তিনি দেশের উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট ভুমিকা পালন করেছেন। তার এ শূন্য স্থান পুরন করা দেশের মানুষের পক্ষে সম্ভব নয়।
সরাইল উপজেলা বিএনপির নতৃবৃন্দ ছাড়াও যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । বক্তারা ভাষা সৈনিক অলিআহাদের জীবন ও কর্মের উপর গুরুত্বারোপ করেন।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায়
সভাপতিত্ব করেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রিয়াজ আহমেদ রিপন।
আলোচনা শেষে মরহুমে ভাষা সৈনিক অলি আহাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ সোহাগ আহমেদ।