শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
বয়স তার সবে ১৬ বছর। অটো চালকের লাম্পট্যের শিকার হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে দলিত কিশোরী। জানা গেছে, ভারতের কেরালা রাজ্যের ইদুক্কি জেলার কাটাপ্পানা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে ওই কিশোরী আত্মহত্যার চেষ্টা করে। তবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কট্টিয়াম মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করা হয়। কিশোরীর শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। কিশোরীর বাবা-মা পুলিশের কাছে অভিযোগ করেছেন, অটোচালক মানু মনোজ তাদের মেয়েকে ধর্ষণ করেছে। মানুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তিনি পলাতক আছেন। পুলিশ জানিয়েছে, মানুকে আটকের ব্যাপারে অভিযান শুরু হয়েছে।