শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতি সন্তান ওবায়দুল হক খানকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় এ আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে পৌর শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল প্রদক্ষিন করার পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ সবাই মিলিত হয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় ওবায়দুল হক খান মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহামান সিফাত,স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দীন আল-আজাদ, শফিক ফরাজি, জাহাঙ্গীর হোসেন, কামাল খান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমুখ। উল্লেখ্য ১/১১ (ওয়ান ইলেভেন) এর কঠিন দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার কারামুক্তির জন্য দেশবরেণ্য সম্পাদকসহ ৮৫৫ জন সাংবাদিকদের স্বাক্ষর সংগ্রহ করে সাংবাদিক অঙ্গনে তিনি এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। জনাব ওবায়দুল হক খান জাতীয় প্রেসক্লাবের অাজীবন সদস্য ও মঠবাড়িয়া আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা মহান মুক্তিযুদ্ধের নবম সাব সেক্টরের অন্যতম সংগঠক আলহাজ্ব আদম আলী খানের সুযোগ্য সন্তান ও মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এমাদুল হক খানের ছোট ভাই