শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
বাগেরহাটের শরণখোলায় আড়াই বছরের শিশু বেলাল হোসাইন পানিতে ডুবে মারা গেছে। শিশুটি উপজেলার রায়েন্দা ইউনিয়নের পূর্ব খাদা গ্রামের এনামুল শিকদারের ছেলে। শুক্রবার দুপুর ১টার দিকে সে নিখোঁজ হয়। এর ঘণ্টাখানেক পর বাড়িসংলগ্ন খালে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা এনামুল শিকদার জানান, দুপুরে ছেলেটিকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ির লোকজন মিলে খালে তল্লাশি করে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার পর মৃত বলে জানান চিকিৎসক। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, হাসাপাতলে আসার আগেই শিশুটি মারা গেছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।