শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
তিস্তা নদী সুরক্ষা, ভাঙন ও বন্যারোধের দাবিতে রংপুরের পীরগাছায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলার শিবদেব পাকার মাথা সংগ্রাম কমিটির উদ্যোগে পাকার মাথা থেকে পাওয়ার প্লান্ট পর্যন্ত ৭ কিলোমিটার এলাকাজুড়ে নদীর পাড়ে বিভিন্ন শ্রেণি-পেশার শতশত মানুষ এ মানববন্ধনে অংশ নেন। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে তিস্তার দুই তীরে ২৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রিলিফ চাই না, তিস্তা নদী বাঁচান। দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। নদী খনন করে দুই তীর রক্ষাসহ বন্যা ও ভাঙনের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও শিবদেব পাকার মাথা সংগ্রাম কমিটির সভাপতি বাবুল আক্তার বলেন, তিস্তা নদী বাংলাদেশ অংশে ১১৫ কিলোমিটার প্রবাহিত। এই অংশে প্রতিবছর বন্যা ও নদীভাঙনে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে মুক্তি চায় নদীতীরের মানুষ। তাদের ক্ষতিপূরণ দিতে হবে। তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তাতীরবর্তী ৫টি জেলার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বদলে যাবে মানুষের জীবনযাত্রা। কিন্তু একটি চক্র এ মহাপরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টির পাঁয়তারা করেছে। তাই ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ ও মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা নদী তীরে মানববন্ধন কর্মসূচি পালন করছি।