শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার শাহাদাৎ বার্ষিকী ও জেল হত্যা দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আ‘লীগ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।
উপজেলা আ‘লীগ কার্যালয় মঙ্গলবার সন্ধ্যায় পৌর আ‘লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, আ‘লীগ নেতা হারুন অর রশিদ খান, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা তৌহিদ মাসুম, স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক গোপাল রায়, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান আকাশ, ও নাজমুল আহসান প্রমূখ।
দিবসের শুরুতে দলীয় কার্যলয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ ও কোরআন তিলওয়াত করা হয়।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।