শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির দুই গ্রুপের শীর্ষ নেতা তাপস-জসীমের দ্বন্দ্ব যেন কোনোভাবেই থামছে না। সম্প্রতি যুবদলের একটি সভাকে কেন্দ্র করে ফের দুই গ্রুপের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।
আধিপত্যের লড়াই নিয়ে এ দ্বন্দ্ব নবীনগর বিএনপির রাজনীতিতে এক বৈরী পরিবেশ তৈরি করেছে।
অনেকেই বলছেন, নবীনগরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁসহ অনেক গুণী মানুষ জন্মেছেন। সুনাম আর সুখ্যাতির জায়গায় নবীনগর অটল ছিল সব সময়। কিন্তু উপজেলা বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব সব নষ্ট করে ফেলেছে, যা কখনোই চায়নি নবীনগরের জনগণ।
জানা গেছে, এ আসনে ৪ বার এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রয়াত কাজী মো. আনোয়ার হোসেন। ২০১৭ সালের ৩ মার্চ তার মৃত্যুর পর আনোয়ার হোসেনের একমাত্র ছেলে কাজী নাজমুল হোসেন তাপস উপজেলা বিএনপির হাল ধরেন। এরপর থেকে তাপসের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে নবীনগর বিএনপিতে আধিপত্য ধরে রেখেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা তকদীর হোসেন জসীম। তৃণমূল বিএনপির একটি অংশ তার পক্ষে রয়েছে।