শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে আশুগঞ্জে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় পরিষদ চত্বরে একযোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়েছে।
জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা তথ্য অফিসার শারমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান,স্থানীয় রওশনা আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ ও মহিলা দর্জি সমবায় সমিতির সভানেত্রী শিরিনা বেগম ছাড়া ও সরকারি অন্যান্য বিভাগের কর্মকর্তারা এবং উপজেলায় অবস্থিত ২৮ টি মহিলা সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার রুবিনা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায়
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে বাংলাদেশে সমবায়ের গুরুত্ব অপরিসীম। শতাব্দীর প্রাচীন এ আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে প্রবল ও অর্থবহ করে তুলেছে। মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যন্নোয়নে গণমুখী সমবায় আন্দোলনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।