শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
আশুগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ নাজিমুল হায়দারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় উপজেলা পরিষদের হলরুমে বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আশুগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হানিফ মুন্সি।
বক্তব্য রাখেন, আক্তারুজ্জামান রঞ্জন(সভাপতি আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন) , সৈয়দ রাফিউদ্দিন (সমাজ সেবা অফিসার) ,মোহাম্মদ মোজাম্মেল হক (সভাপতি আশুগঞ্জ প্রেসক্লাব)), আশুগঞ্জ থানার তদন্ত ইন্সপেক্টর(তদন্ত) জনাব হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম (উপজেলা কৃষি কর্মকর্তা), জনাব সাইফুল ইসলাম(উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা), ডাঃ নূপুর সাহা (উপজেলা স্ব্যাস্থ ও পরিবার কল্যান কর্মকর্তা ), ফিরোজা পারভীন (সহকারী কমিশনার ভুমি), লিমা সুলতানা (উপজেলা ভাইস চেয়ারম্যান)। এছাড়াও আলোচনা সভায় তথ্য অফিসার শারমিন আক্তার, উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিম, উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য, মৎস্য কর্মকর্তা রওনক জাহান ছাড়া ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
“উদয়ের পথে শুনি কার বানী,ভয় নেই ওরে ভয় নেই,নিঃশ্বেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নেই তার ক্ষয় নেই”তারই বাস্তব রুপ নাজিমুল হায়দার।
দীর্ঘ ১৯ মাস তিনি এখানে দায়িত্ব পালনকালে অসংখ্য কাজ ও গুনাবলীর পরিচয় রেখে গেছেন। তার এ চলে যাওয়া যেন আশুগঞ্জ বাসীকে অশ্রুজলে ভাসিয়ে গেল। তার বিভিন্ন অবদানের জন্য আশুগঞ্জ বাসীর হৃদয়ে চিরঅম্লান হয়ে থাকবে। তিনি করোনাকালীন সময়ে সদ্য প্রসুতি হওয়া সন্ডান ও স্ত্রীকে রেখে উপজেলাবাসীর কল্যানে দিন রাত ছুটে চলেছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণ করার কাজে ছুটে চলেছেন প্রকৃত মুক্তিযুদ্ধা ও অসচ্ছল মুক্তিযুদ্ধার খুজে।
বক্তারা আরো বলেন,
“যেতে নাহি দেব হায়,তবু চলে যেতে হয়,তবু চলে যায়।”
সরকারী কর্মকর্তা এবং কর্মচারীরা যে কোন সময় যে কোন স্থানে বদলী হওয়ার বিধান রয়েছে। তবুও কিছু মানুষের বদলী এলাকাবাসীর হৃদয়ে ক্রন্দনের সৃষ্টি করে, আমাদের উপজেলা নির্বাহি অফিসার জনাব নাজিমুল হায়দার তারই উদাহরন হয়ে থাকবে! এ প্রত্যাশা উপস্থিত সকলের মাঝে দাগ টেনে দেয়।
অনষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ।
অনুষ্ঠান শেষে বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজিমুল হায়দার কে ক্রেষ্ট ও অন্যান্য উপহার তুলে দেন।