শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রয়াত দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য্যের নামে প্রতিষ্ঠিত কলেজটি উদ্বোধন করা হয়েছে।
উক্ত কলেজটি প্রয়াত দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য্যের নিজ গ্রাম বিটঘরে প্রতিষ্ঠা করা হয়েছে। তার নামে এই প্রথম তার নিজ গ্রামের বাড়িতে একটি কলেজ প্রতিষ্ঠিত করেন।
আজ শনিবার সকাল ১১ টায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য্য কলেজটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কলেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া -৫) জনাব এবাদুল করিম বুলবুল।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল, সাধারন সম্পাদক এম এ হালিম, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন নসু, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান।
এছাড়া ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ নেতা অ্যাডভোকেট সুজিত কুমার দেব, জহির উদ্দিন চৌধুরী শাহান, মোঃ জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শাহিন সরকার, আবু মোসা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কলেজ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মুনতাসির মহিউদ্দিন অপু।